পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

     
    পলাশ বাসিনি
   বীরভূম জেলার মন্দির, (পশ্চিমবঙ্গ )

পলাশ বাসিনি মন্দির হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার সিউড়ি শহরের কাছে। মোহাম্মদ বাজার থানার এলাকার ফুল্লাই পুর গ্রামে এই মন্দির অবস্থিত। সিউড়ি থেকে রামপুরহাট ৬০নং জাতীয় সড়কের মোহাম্মদ বাজার বাস্টেন্ডে থেকে, বাঁদিকে কাঁইজুলি রাস্তা ধরে ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই হিন্দু মন্দির পলাশ বাসিনি। 

Country               ভারত
State                   পশ্চিমবঙ্গ
District                বীরভূম
Language            বাংলা
Nearest City        সিউড়ি


মা দুর্গার আর এক রূপ মা পলাশি, পলাশ বাসিনির নামে স্থাপিত এই মন্দির। বহু দুর দুর থেকে আসেন ভক্তরা মন্দিরে পুজো দিতে। মকর সপ্তমী দিনে বিশাল মচ্ছবের আয়োজন করা হয়, মচ্ছবে প্রায় দেড় থেকে দুই হাজার লোক খাওয়ানোর ব্যবস্থা করা হয় ।









 Íi






   



















Comments

Post a Comment

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।