জলের তোড়ে ভেসে গেলো:- বীরভূমের মহঃ বাজার থানার পুরাতন গ্রামের দ্বারকা নদীর উপরের রাস্তা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে নদীর এপারের সঙ্গে ওপারের। আঙারগড়িয়া-পুরাতন গ্রাম এবং সেকেড্ডা গ্রামের বহু মানুষ জন রোজ যাতায়াত করেন এই দ্বারকা নদীর উপর রাস্তা দিয়ে। গতবছর জলের তোড়ে নদীর উপরের রাস্তার বেশ কিছুটা অংশ ভেসে যায়। বেশ কিছুদিন আগে গ্রামবাসীরা যাতায়াতের জন্য বাঁশের অস্হায়ী সেতু তৈরি করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে নদীর উপরের রাস্তায় মোরাম ফেলে ঠিক করা হয়। এবছর গত কয়েকদিনের বৃষ্টিতে নদীতে জল বাড়তেই ভাঙতে থাকে মোরাম দিয়ে তৈরীর রাস্তা। গতকাল জলের তোড়ে ভেসে গেল ঐ রাস্তা।এরফলে ভীষণ অসুবিধায় পড়লেন সেকেড্ডা,মকদমনগর,সালুকা, কবিলনগর,দীঘলগ্রাম,বাতাসপুর,বড়গাছিয়া ,তেঁতুলবেড়িয়া, বসন্ত পুর গ্রামের লোকজন।
পলাশ বাসিনি বীরভূম জেলার মন্দির, (পশ্চিমবঙ্গ ) পলাশ বাসিনি মন্দির হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার সিউড়ি শহরের কাছে। মোহাম্মদ বাজার থানার এলাকার ফুল্লাই পুর গ্রামে এই মন্দির অবস্থিত। সিউড়ি থেকে রামপুরহাট ৬০নং জাতীয় সড়কের মোহাম্মদ বাজার বাস্টেন্ডে থেকে, বাঁদিকে কাঁইজুলি রাস্তা ধরে ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই হিন্দু মন্দির পলাশ বাসিনি। Country ভারত State পশ্চিমবঙ্গ District বীরভূম Language বাংলা Nearest City সিউড়ি মা দুর্গার আর এক রূপ মা পলাশি, পলাশ বাসিনির নামে স্থাপিত এই মন্দির। বহু দুর দুর থেকে আসেন ভক্তরা মন্দিরে পুজো দিতে। মকর...
jay hanuman.
ReplyDelete