Manasa Devi Pujo is celebrated in Birbhum Khariya village





বীরভূম জেলার মোহাম্মদ বাজার এলাকার খড়িয়া গ্রামে, মা মনসা গাজমঙ্গলার উৎসবে মেতে উঠেছে খড়িয়া গ্রাম ও লাগোয়া দাস পাড়ার লোক জনো। 

ডানজোনা গ্রাম থেকে নিয়ে আসা হয় মা মনসা কে। আর সেই দিন থেকেই শুরু হয় নিরামিষ খাওয়া। 

গত তিনদিন ধরে নিরামিষ খেয়ে মনসা দেবীর পুজো পালিত করেন গ্রাম বাসিরা।




Comments

  1. খুবই ভালো লাগলো। ধন্যবাদ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।