বীরভূম জেলার আঙ্গারগড়িয়ার গ্রামে পালিত হল কেদারেশ্বরী ছিন্নমস্তা মহাকালী...





বীরভূমের মোহাম্মদ বাজার এলাকার আঙ্গারগড়িয়ার গ্রামে পালিত করা হল অনুষ্ঠান। খুবই প্রচলিত ও পুরাতন একটা কথা হয়তো অনেকেই বলে বা শুনে থাকবেন "রাতে আসে রাতে যায় তার নাম কেদার রায়"

শ্রী শ্রী কেদার রায়ের নাম অনুসারে স্থাপিত কেদারেশ্বরী ছিন্নমস্তা মহাকালী।

প্রত্যেক বছরের মতো এই বছরেও পুজোর উপলক্ষে মেলা ও কীর্তনগানের ব্যবস্থা করা হয় । দুই থেকে তিন দিন ধরে চলে এই অনুষ্ঠান ।

বহু দুর দুর থেকে মায়ের ভক্ত বিন্দুরা আসেন পুজো দিতে ।


Comments

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।