বিশ্ব আদিবাসী দিবস উদযাপন ।


বিশ্ব আদিবাসী দিবস উদযাপন ।
বীরভূম জেলার মোহাম্মদ বাজার এলাকার প্যাটেল নগরে। পালিত হল বিশ্ব আদিবাসী দিবস।
বীরভূম জেলায় ১০ই আগষ্ট ২০১৯ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেণায় রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় উদযাপন হল "বিশ্ব আদিবাসী দিবস" ।
ধামসা মাদলের মেশানো শুরে শুরে, তালে তালে তাল মিলিয়ে নৃত্য পরিবেশন করলেন আদিবাসী পুরুষ ও মহিলারা । এলাকা জুড়ে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো, এই অনুষ্ঠানে বিতরণ করা হল ল্যাপটপ, সাইকেল ইত্যাদি সবুজসাথী, কন্যাশ্রী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ।

Comments

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।