ধর্মঘট বিজেপির কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ ।
বীরভূমের মোহাম্মদ বাজার এলাকার আঙ্গারগড়িয়ার পঞ্চায়েতে একশো দিনের কাজের হিসাব চেয়ে আঙারগড়িয়া পঞ্চায়েতের প্রধানকে ঘেরাও।
বিজেপির কর্মীদের উপর অন্যায় ভাবে পুলিশের লাঠিচার্জ আহত পাঁচ জন বিজেপি কর্মী। এবং বিজেপির একজন কর্মীকে গ্রেফতার করে নিয়ে গেছে থানায়। এর প্রতিবাদে ধর্মঘট রাখা হয়েছে
বললেন বিজেপির নেতা সন্তষ ভান্ডারী।
😡😡
ReplyDelete