জন্ম নিলো ছাগলের পেটে মানব আকৃতির বাচ্চা।

https://www.youtube.com/watch?
v=p8UOsdVlyDo
জন্ম নিলো ছাগলের পেটে মানব আকৃতির বাচ্চা।

বীরভূমের মোহাম্মদ বাজার এলাকার, রাজ্যধর পুরে গ্রামবাসীদের বিভ্রান্ত।
জন্ম নিলো ছাগলের পেটে মানব আকৃতির বাচ্চা। মোহাম্মদ বাজারের পশুচিকিৎসক, Veterinary Officer ডাঃ সুমন ব্যাপারী বললেন ছাগলের পেটে আঘাত পাওয়ার জন্য ভেতরেই ছাগলের বাচ্চাটা মারা যায়, এর কারণে ছাগলের বাচ্চাটার আকৃতির এই রূপ নিয়েছে। এই নিয়ে লোকজনদের বিভ্রান্ত ছড়ানো কোনো ভাবেই উচিত নয়।

Dr. Suman Bepary. (Veterinary Officer)
পশুচিকিৎসক।

Comments

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।