ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি।



 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন, পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতা ভগবতী দেবী।

বাংলার নবজাগরণের কান্ডারী শিক্ষা বিদ, সমাজ সংস্কার, বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষা প্রচলন ও বাল্য বিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে অক্লান্ত সংগ্রাম করেন তিনি । আজ বীরভূমের মোহাম্মদ বাজার এলাকার প্যাটেল নগরে "অবর বিদ্যালয় পরিদর্শকের করণ" মহঃবাজার চক্র দ্বিশত শ্রদ্ধাঞ্জলি দিলেন বিভিন্ন ইস্কুলে শিক্ষকেরা।

কণ্ঠে - প্রিয়া কর্মকার 
বীরভূম জেলা
 Birbhum Ranga Mati :- অবর বিদ্যালয় পরিদর্শকের করণ  (মহঃবাজার চক্র)
 Birbhum Ranga Mati :- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি। বীরভূম, প্যাটেল নগর, অবর বিদ্যালয় পরিদর্শকের করণ  (মহঃবাজার) 
Birbhum Ranga Mati :- বিদ্যাসাগরের দ্বিশত জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি দিলেন এবং বৃক্ষ রোপন করলেন শিক্ষক দেবব্রত ঘোষ।

Comments

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।