ষাঠ পূজোর উৎসব পালন করলেন গ্রামের মহিলারা।



ষাঠ পূজোর উৎসব পালন করলেন গ্রামের মহিলারা।



বীরভূমের মোহাম্মদ বাজার এলাকার আঙ্গারগড়িয়ার গ্রামে প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর ধরে চলে আসছে রীতি অনুযায়ী ষাঠ পূজোর উৎসব।

সুমিত্রা দেবী বললেন এটা প্রথম অষ্টমীর ষাঠ পূজো দ্বিতীয় অষ্টমীতে দূর্গা পূজো। গতকাল থেকে উপস করে আছেন ভক্তরা, হাতে ডালা এবং ঘট দিয়ে পুকুর থেকে জল তুলে ধরে রাখা হয় দেবীর স্থানে। আর ষাঠ পূজো দিয়ে শুরু মায়ের বোধন। মূলত ষাঠ পূজো করে থাকেন সংসারের এবং ছেলে ও স্বামীর মঙ্গলের কামনার জন্য। (বীরভূম জেলা)

Comments

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।