বীরভূমের দ্বারকা নদীর জলে ক্ষতিগ্রস্ত হল মাটির ঘর।




বীরভূমের দ্বারকা নদীর জলে ক্ষতিগ্রস্ত হল মাটির ঘর।

বীরভূমের মোহাম্মদ বাজার এলাকার তেঁতুল বেড়িয়া গ্রাম সংলগ্ন দ্বারকা নদীতে, কয়েক দিন ধরেই প্রবল বৃষ্টি হবার কারণ নদীর জল ঢুকে পড়েছে  গ্রামে। বেশিরভাগই মাটির বাড়ি থাকাই আশঙ্কায় রয়েছেন গ্রামবাসীরা। ইতিমধ্যে ভেঙ্গে পড়েছে কয়েকটি মাটির বাড়ি এখনো পর্যন্ত কিছু মানুষ ঘর ছাড়া হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মোহাম্মদ বাজার ব্লক বিডিও আশিস মন্ডল ও ব্লক সভাপতি তাপস সিনহা।

কণ্ঠে :- প্রিয়া কর্মকার
(বীরভূম জেলা)

Comments

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।