মহঃবাজারের প্যাটেল নগরে বিজয়া দশমীর দিন মাকে বরণ করলেন মহিলারা।
বিজয়া দশমীর দিন মাকে বরণ করলেন পাড়ার মহিলারা।
মোহাম্মদ বাজার এলাকার প্যাটেল নগর বাস্টেন্ডে দ্বিতীয় বছরও দূর্গা পুজোয় জোরকদমে উৎসাহিত ছিল পূজো কমিটির সদস্যরা। বিজয়া দশমীর দিন মাকে বরণ করে শেষ কৃত্য পালন করলেন পাড়ার মহিলারা। আর এই দিন সাত দেখতে মাছ ধরাতে ব্যাস্ত ছিলেন গ্রামের ছোট থেকে বড় জনেরাও।
Comments
Post a Comment