বীরভূম মহঃ বাজারের প্যাটেল নগরে কোজাগরী লক্ষী পুজোয় আশীর্বাদ নিতে ঘরে ঘর...



বীরভূম মোহাম্মদ বাজারের প্যাটেল নগরে কোজাগরী লক্ষ্মী পুজোয় আশীর্বাদ নিতে ঘরে ঘরে লক্ষী প্রতিমার মূর্তি।



"এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে"

হিন্দু ধর্মের দেবীদের মধ্যে অন্যতম দেবী লক্ষী। দেবী সরস্বতী যেমন বিদ্যার দেবী, তেমনি দেবী লক্ষী হলেন ধন সম্পদ ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মী। আজ কোজাগরী লক্ষ্মী পুজো সুখ স্বাচ্ছন্দ্য ও ধন সম্পদের আশায় প্রায় প্রতিটি গৃহে লক্ষী পুজো করে থাকেন গৃহ লক্ষীরা। তাই বীরভূমের সব প্রান্তে পুরোদমে প্রতিমার কেনাকাটা, গতকাল থেকে শুরু করে আজ রাত্রি পর্যন্ত নিষ্ঠার সাথে লক্ষী পুজো করেন গৃহিণী।

কণ্ঠে-প্রিয়া কর্মকার (বীরভূম জেলা)

Comments

Post a Comment

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।