বীরভূমের মহঃবাজার এলাকার খড়িয়া গ্রামে বিজয়া সম্মেলনী উপলক্ষে সাংস্কৃতিক ...



বীরভূমেরমোহাম্মদ বাজার এলাকার খড়িয়া গ্রামে বিজয়া সম্মেলনী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বীরভূমের মহঃবাজার এলাকার খড়িয়া গ্রামে মিলনী সংঘের বিজয়া সম্মেলনী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লেটো সম্রাট হরকুমার গুপ্তের পরিচালনায় মহিষাসুরমর্দ্দিনী ও জামাই যাবে শ্বশুর বাড়ি নাটকে অংশগ্রহণ করে কচিকাঁচারা। জয়া,জিৎ, তিতলি,জয়ন্ত,রাণী,সুদীপা,পূজাদের অভিনয়ে মুগ্ধ করে দর্শকদের। এছাড়া আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। এদিন এই অনুষ্ঠান দেখতে প্রচুর সংখ্যক দর্শক ভিড় করেন মিলনী সংঘের মাঠে।


ক্যামেরায় পিকু সেনগুপ্তের রিপোর্ট মহঃবাজার।

Comments

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।