বীরভূমের মহঃবাজার খড়িয়া গ্রামে নতুন রূপে কালী প্রতিমা মূর্তি।



বীরভূমের মোহাম্মদ বাজার খড়িয়া গ্রামে নতুন রূপে কালী প্রতিমা মূর্তি।



বীরভূমের মহঃবাজার খড়িয়া গ্রামে খুবই অল্প বয়সের প্রতিমা শিল্পী মোহন মাহারা। তিনি প্রায় ৯ থেকে ১০ বছর ধরে মূর্তি গড়েন। এ বছর দশ হাতের কালী প্রতিমা একটা নতুন রূপে নিয়েছে। নেই আর শ্যামা মায়ের পায়ের নিচে শিব ঠাকুর, এবার বসে আছেন শ্যামা মায়ের ডান দিকে। শিব ঠাকুর অনেক দিন ধরে শুয়েই আছেন তাই জাগিয়ে বসিয়ে দিলাম । বললেন প্রতিমা শিল্পী মোহন মাহারা।

 


বীরভূম জেলার রিপোর্ট মহঃবাজার খড়িয়া।

Comments

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।