মহঃ বাজারের খড়িয়া গ্রামে প্রতিমা নিরঞ্জন মেলা চলে আসছে ৪০ বছর ধরে।



মোহাম্মদ বাজারের খড়িয়া গ্রামে প্রতিমা নিরঞ্জন মেলা চলে আসছে ৪০বছর ধরে।



মোহাম্মদ বাজার এলাকার খড়িয়া গ্রামে, মিলনী সংঘ ও সরকার পরিবারের দূর্গা প্রতিমা নিয়ে ৪০ বছর ধরে চলে আসছে একই ভাবে এই মেলা। খড়িয়া গ্রাম সংলগ্ন কুমোরপুর ও রাজ্যধর পুরের লোকজন আসেন মায়ের চরন ছুয়ে আশীর্বাদ নিতে, এই প্রতিমা নিরঞ্জন মেলাই।

ক্যামেরায় রাজু দাসের রিপোর্ট

(বীরভূম জেলা)  

Comments

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।