মহঃ বাজারের খড়িয়া গ্রামে প্রতিমা নিরঞ্জন মেলা চলে আসছে ৪০ বছর ধরে।
মোহাম্মদ বাজারের খড়িয়া গ্রামে প্রতিমা নিরঞ্জন মেলা চলে আসছে ৪০বছর ধরে।
মোহাম্মদ বাজার এলাকার খড়িয়া গ্রামে, মিলনী সংঘ ও সরকার পরিবারের দূর্গা প্রতিমা নিয়ে ৪০ বছর ধরে চলে আসছে একই ভাবে এই মেলা। খড়িয়া গ্রাম সংলগ্ন কুমোরপুর ও রাজ্যধর পুরের লোকজন আসেন মায়ের চরন ছুয়ে আশীর্বাদ নিতে, এই প্রতিমা নিরঞ্জন মেলাই।
ক্যামেরায় রাজু দাসের রিপোর্ট
(বীরভূম জেলা)
Comments
Post a Comment