বীরভূমের সাঁইথিয়া এলাকার আহমদ পুর ব্যাবসা সমিতি উদ্যোগে, কালী প্রতিমার ...



বীরভূমের সাঁইথিয়া এলাকার আহমদ পুর ব্যাবসা সমিতি।

বীরভূমের সাঁইথিয়া থানার অর্ন্তগত আহমদ পুরে ব্যাবসা সমিতির উদ্যোগে। শ্যামা মায়ের বিসর্জনে মেতে উঠেছে ব্যাবসা সমিতি ও এলাকাবাসী। ঢাক ও বাদ্য যন্ত্র বাজিয়ে টেলারে চাপিয়ে দুই কিলোমিটার পথ পরিক্রম করে।  এক হাজারেরও বেশি লোক জন প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রায় পা মেলান। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়। ঐ দিন বৈকাল ৫ টা নাগাদ শুরু হয় বিসর্জনের ব্যবস্থা। রাত্রি ৯টা থেকে শুরু হয় বাজি পুড়ানো। ঘন্টা খানেক ধরে চলে বাজি পুড়ানো ও নাচ, গান বাজনা। তার পর বিশাল আকৃতির শ্যামা মায়ের প্রতিমা পুকুরে জলে ভাসিয়ে শেষ কৃত্য সম্পূর্ণ করেন।


পিকু সেনগুপ্তের রিপোর্ট

আহমদ পুর।

Comments

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।