বীরভূমের মহঃবাজার প্যাটেল নগরে সদর মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা কর...



 বীরভূমের মহঃবাজার প্যাটেল নগরে সদর মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হল।


বীরভূমের মহঃবাজার ব্লকের প্যাটেলনগর অতুলভাবিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সদর মহকুমা ভিতিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শুক্রবার বেলা এগারোটায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়।সদর মহকুমা ভিতিক প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার সূচনা পর্বে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক রাজীব মন্ডল, প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক,বিধায়িকা নীলাবতী সাহা,


সদর মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হল।-(প্যাটেলনগর - বীরভূম জেলা)



সদর মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করা   হল।-(প্যাটেলনগর - বীরভূম জেলা)

বিডিও আশীষ মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা,অবর বিদ্যালয় পরিদর্শক অর্নিবান মুখার্জি সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী , শিক্ষক শিক্ষিকারা।সুন্দর ভাবে সাজানো মাঠে অতিথিদের স্বাগত জানানো হয় আদিবাসী নৃত্যের মাধ্যমে। কাগজের রঙবাহারী কাজে সজ্জিত মাঠের মাঝখানে ৩৭তম এই ক্রীড়া প্রতিযোগিতার মাঠে পতাকা উত্তোলন করেন সদর মহকুমা শাসক রাজীব মন্ডল।মশাল দৌড়ের পর মশাল স্হাপন করেন বিডিও আশীষ মন্ডল।ব্যান্ডের তালে জাতীয় সংগীতের সাথে গলা মেলান অতিথিরা।এরপর সদর মহকুমার অধীন ১২টি চক্রের পতাকা উত্তোলন করা হয়। শুরু হয় বর্ণময় মার্চপাষ্ট। স্বচ্ছ ভারত,সেভ ড্রাইভ সেভ লাইফ,সর্বশিক্ষা অভিযান, কুসংস্কার দূরীকরণ, ভারতের চন্দ্র অভিযান বীর সেনানীদের শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন সজ্জা দেখে মুগ্ধ হন অতিথি থেকে দর্শকরা। আর্কষণ বাড়াতে আনা হয়েছিল রাঁইবেশে নাচ। বিশ্বভারতীর ছাত্রদের ঢোলের তালে তালে ছাত্রীদের অনবদ্য এই ব্রতচারী নাচ আলাদা মাত্রা যোগ করে এই অনুষ্ঠানে।



বীরভূম জেলার রির্পোট প্যাটেল নগর।

Comments

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।