বীরভূম লাল মাটির জেলা, মাটির ঘর খড়ের ছোয়ানি আঁকা বাঁকা পথ। পদ্ম পুকুরের জলে স্নান করা। সন্ধ্যা হলেই শঙ্খের শব্দে ভোরে উঠে মন। আর ব্যাঙও ঝিঝি পোকার ডাকে মাতিয়ে দেয় সারা গ্রাম সোনার গোধূলি বেলায় ।
বীরভূমের মহঃবাজার প্যাটেল নগরে সদর মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা কর...
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
বীরভূমের মহঃবাজার প্যাটেল নগরে সদর মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হল।
বীরভূমের মহঃবাজার ব্লকের প্যাটেলনগর অতুলভাবিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সদর মহকুমা ভিতিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শুক্রবার বেলা এগারোটায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়।সদর মহকুমা ভিতিক প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার সূচনা পর্বে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক রাজীব মন্ডল, প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক,বিধায়িকা নীলাবতী সাহা,
সদর মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হল।-(প্যাটেলনগর - বীরভূম জেলা)
সদর মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হল।-(প্যাটেলনগর - বীরভূম জেলা)
বিডিও আশীষ মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা,অবর বিদ্যালয় পরিদর্শক অর্নিবান মুখার্জি সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী , শিক্ষক শিক্ষিকারা।সুন্দর ভাবে সাজানো মাঠে অতিথিদের স্বাগত জানানো হয় আদিবাসী নৃত্যের মাধ্যমে। কাগজের রঙবাহারী কাজে সজ্জিত মাঠের মাঝখানে ৩৭তম এই ক্রীড়া প্রতিযোগিতার মাঠে পতাকা উত্তোলন করেন সদর মহকুমা শাসক রাজীব মন্ডল।মশাল দৌড়ের পর মশাল স্হাপন করেন বিডিও আশীষ মন্ডল।ব্যান্ডের তালে জাতীয় সংগীতের সাথে গলা মেলান অতিথিরা।এরপর সদর মহকুমার অধীন ১২টি চক্রের পতাকা উত্তোলন করা হয়। শুরু হয় বর্ণময় মার্চপাষ্ট। স্বচ্ছ ভারত,সেভ ড্রাইভ সেভ লাইফ,সর্বশিক্ষা অভিযান, কুসংস্কার দূরীকরণ, ভারতের চন্দ্র অভিযান বীর সেনানীদের শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন সজ্জা দেখে মুগ্ধ হন অতিথি থেকে দর্শকরা। আর্কষণ বাড়াতে আনা হয়েছিল রাঁইবেশে নাচ। বিশ্বভারতীর ছাত্রদের ঢোলের তালে তালে ছাত্রীদের অনবদ্য এই ব্রতচারী নাচ আলাদা মাত্রা যোগ করে এই অনুষ্ঠানে।
জলের তোড়ে ভেসে গেলো:- বীরভূমের মহঃ বাজার থানার পুরাতন গ্রামের দ্বারকা নদীর উপরের রাস্তা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে নদীর এপারের সঙ্গে ওপারের। আঙারগড়িয়া-পুরাতন গ্রাম এবং সেকেড্ডা গ্রামের বহু মানুষ জন রোজ যাতায়াত করেন এই দ্বারকা নদীর উপর রাস্তা দিয়ে। গতবছর জলের তোড়ে নদীর উপরের রাস্তার বেশ কিছুটা অংশ ভেসে যায়। বেশ কিছুদিন আগে গ্রামবাসীরা যাতায়াতের জন্য বাঁশের অস্হায়ী সেতু তৈরি করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে নদীর উপরের রাস্তায় মোরাম ফেলে ঠিক করা হয়। এবছর গত কয়েকদিনের বৃষ্টিতে নদীতে জল বাড়তেই ভাঙতে থাকে মোরাম দিয়ে তৈরীর রাস্তা। গতকাল জলের তোড়ে ভেসে গেল ঐ রাস্তা।এরফলে ভীষণ অসুবিধায় পড়লেন সেকেড্ডা,মকদমনগর,সালুকা, কবিলনগর,দীঘলগ্রাম,বাতাসপুর,বড়গাছিয়া ,তেঁতুলবেড়িয়া, বসন্ত পুর গ্রামের লোকজন।
পলাশ বাসিনি বীরভূম জেলার মন্দির, (পশ্চিমবঙ্গ ) পলাশ বাসিনি মন্দির হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার সিউড়ি শহরের কাছে। মোহাম্মদ বাজার থানার এলাকার ফুল্লাই পুর গ্রামে এই মন্দির অবস্থিত। সিউড়ি থেকে রামপুরহাট ৬০নং জাতীয় সড়কের মোহাম্মদ বাজার বাস্টেন্ডে থেকে, বাঁদিকে কাঁইজুলি রাস্তা ধরে ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই হিন্দু মন্দির পলাশ বাসিনি। Country ভারত State পশ্চিমবঙ্গ District বীরভূম Language বাংলা Nearest City সিউড়ি মা দুর্গার আর এক রূপ মা পলাশি, পলাশ বাসিনির নামে স্থাপিত এই মন্দির। বহু দুর দুর থেকে আসেন ভক্তরা মন্দিরে পুজো দিতে। মকর...
Comments
Post a Comment