মহঃবাজার প্যাটেল নগরে বীরভূম সারদা শিশু মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযো...



বীরভূমের মহঃবাজার প্যাটেল নগর B.T.C এর মাঠে।

শনিবার বীরভূম সারদা শিশু মন্দিরের ছাত্র ছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়।

মোট ১৭টি ইভেন্টে ৭৫ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান চলে সকাল ১০ থেকে ৩টে পর্যন্ত। বিজয়ীদের হাতে প্রত্যেকটি প্রতিযোগিতায় একটি করে ট্রফি তুলে দেওয়া হয়।



শুধু লেখা পড়া নয় নাচ, গান ও ছবি লেখা সমানভাবে পরিচালনা করা হয়। এবং সেই সুত্র অনুসারে প্রত্যক বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়। বললেন বীরভূম সারদা শিশু মন্দিরের সম্পাদক হরিপদ দত্ত



বীরভূম জেলার রির্পোট প্যাটেল নগর।

Comments

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।