ঘরে থেকেই করোনা ভাইরাস রুখতে জনতা কারফিউ।



ঘরে বসেই করোনা ভাইরাস রুখতে জনতা কারফিউ।


করোনা ভাইরাস কে দমন করতে সামাজিক দূরত্ব রাখাটা খুবই দরকার, আজ রবিবার ২২/মার্চ/২০২০ সকাল ৭টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত জনতা কারফিউ যথাযথ ভাবে পালন করার দ্বায়িত্ব দিলেন ১৩০কোটি দেশবাসীকে। তাই ঘরে থেকে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করার একটাই উপায় জনতা কারফিউ।


তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে জনতা কারফিউ আন্দোলন। মান্যতা দিলেন বীরভূম জেলার মোহাম্মদ বাজার এলাকায় প্যাটেল নগরের লোকজনেরাও পুরো পুরি সব দোকান দানি রাস্তা ঘাট এমনকি কৃষক বাজার‌ও বন্ধ রাখলেন ব্যাবসায়ীরা।


বীরভূম জেলার রিপোর্ট (প্যাটেল নগরে)

BIRBHUM RANGA MATI

Comments

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।