করোনার মোকাবিলায় প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিলেন ঘন্টা,শ‌ঙ্খ, উলুধ্বন...



করোনার মোকাবিলায় প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিলেন ঘন্টা, শ‌ঙ্খ ও উলুধ্বনি বাজিয়ে।

মহঃবাজার প্যাটেল নগরে ছোট থেকে বড়রা

করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর আবেদনে  হেল্থ ডিপার্টমেন্ট, পুলিশ ও আপাতকালিন কর্মীদের উৎসাহিত ও ধন্যবাদ জানালেন। ঘন্টা,শঙ্খ, উলুধ্বনি ও কাঁসর বাজিয়ে।


বীরভূম জেলার রিপোর্ট (প্যাটেল নগরে)

Comments

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।