করোনা ভাইরাস মোকাবিলায় গৃহবন্দী কর্মহীন মানুষের পাশে।

করোনা ভাইরাস মোকাবিলায় গৃহবন্দী কর্মহীন অসহায় মানুষের পাশে।



বীরভূম জেলার রিপোর্টারঃ বিশ্ব ব্যাপি ছড়িয়ে পড়া নোবেল করোনা ভাইরাসের মোকাবিলায় বিশ্বের ও ভারতের সব অঞ্চলেই লড়াই করছেন লোকজনেরা। তাই গৃহবন্দী কর্মহীন ও অসহায় মানুষকে সাহায্য করতে এগিয়ে এলেন, আজ বীরভূমের খড়িয়া গ্রামের এক সম্মানিও ব্যাক্তি শ্রী গৌরাঙ্গ গড়াই ৫০ জন গরিবের হাতে চাল, ডাল আলু, দিয়ে সাহায্য করলেন। আর এটাও বললেন



বারবার সাবান ও স্যানিটারিজ দিয়ে হাত ধুয়ে রাখুন, মাস্ক ব্যাবহার করুন, লকডাউন কে সর্মথন করুন
তিনি আরো বলেন,  কোনো ধরনের গুজবে কান দেবেন না। টেলিভিশনে সরকারের দেওয়া নির্দেশন মানুন।










BIRBHUM RANGA MATI


Comments

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।