মহঃবাজার প্যাটেল নগরের কৃষক বাজার‌ হাট, আজ থেকে সরিয়ে দেওয়া হল নতুন জা...



মহঃবাজার প্যাটেল নগরের কৃষক বাজার‌ হাট আজ থেকে কিছু দিনের জন্য সরিয়ে দেওয়া হল নতুন জায়গায়।

বীরভূম জেলার রিপোর্ট প্যাটেল নগর



 ভয়ঙ্কর নোবেল করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় সামাজিক (Distance) দুরত্ব বজায় রাখা। সবাই যাতে সুস্থ থাকেন তাই করোনা ভাইরাসের প্রভাব থেকে দূরে থাকতে প্রসাশনের তরফ থেকে কৃষক বাজার হাট আজ (১৪/০৫/২০২০) সকাল থেকেই বসানো হয়েছে নতুন জায়গায় ।


কৃষক বাজারের ভেতরে কোয়ারিন্টন করা হয়েছে, করোনা ভাইরাসের জেরে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে থেকে নিয়ে আসা মানুষদের সেই কোয়ারিন্টনে রাখা হয়েছে । তাই যতদিন করোনা ভাইরাস পরিস্কার না হচ্ছে ততদিন পর্যন্ত কৃষক বাজার হাট বাইরে চালিয়ে যাওয়ার সর্মথন করেন বিক্রেতা ও ক্রেতারা।

Comments

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।