ভারত ও চীন সংঘর্ষে সহীদ হলেন বীরভূমের মহঃবাজার এলাকার বেলঘড়িয়া গ্রামের বীর পুত্র রাজেশ ওরাং।







লাদাখে ভারত ও চীন সংঘর্ষে শহীদ হলেন ২০জন বীর জাওয়ান, আর বীরভূমের মহঃবাজার এলাকার বেলঘড়িয়া গ্রামের এক বীর পুত্র রাজেশ ওরাং।
গত পাঁচ বছর আগে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এরপর থেকেই কর্মরত ছিলেন। গত ১৬ই জুন বিকেলে রাজেশের মৃত্যুর খবর সেনার তরফে জানানো হয়। রাজেশের জন্য শোকাহত শুধু গ্রামের মানুষ নয় সারা দেশে মানুষ, আর এর পাশাপাশি ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। রাজেশ ওরাং অমর রাজেশ ওরাং অমর রহে রাজেশ ওরাং অমর রহে।




Comments

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।