বীরভূমের মহঃবাজারে ১১জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।



বীরভূমের মহঃ বাজারে ১১জনের করোণা পজিটিভ পাওয়া গেছে। গত বুধবার এদের লালারস পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল। এবং আজ তাদের রিপোর্ট আসে, এই ১১জনের মধ্যে তিনজন মহঃ বাজার বিডিও অফিসের ষ্টার্ফ একজন মহঃ বাজার স্বাস্থ্য কেন্দ্রের N.R.C ষ্টার্ফ। রাসপুর পুলিশ ক্যাম্পের তিনজনের শরীরেও করোণার জীবাণু মিলেছে। এছাড়া মহঃবাজার ব্লকের সেকেড্ডার দুজনের, ডেউচা একজনে ও চরিচার একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বিডিও অফিসের তিন ষ্টার্ফ ও হেলথের মহিলা স্টার্ফের বাড়ি সিউড়ি। 
মহঃ বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি থাকা এক রোগীর দেহে করোণার উপসর্গ মিলেছে। আজ রিপোর্ট আসার পর করোণা আক্রান্তদের চিকিৎসার জন্য বোলপুরের কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আজও পরীক্ষার জন্য বেশ কয়েকজনের লালারস নেওয়া হয়েছে।

Comments

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।