তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়া হলো ময়ূরাক্ষী নদীতে।



ঝাড়খন্ডে প্রবল বৃষ্টির কারণে তিলপাড়া ও ম্যাসানজোর জলাধার থেকে জল ছাড়া হলো ময়ূরাক্ষী নদীতে। ম্যাসানজোড় বাঁধ থেকে ১৭০০০কিউসেক এবং তিলপাড়া ব্যারেজ থেকে ১৫৮১০কিউসেক জল ছাড়া হয়েছে। তবে এই জল ছাড়ার ফলে আপাতত বন্যার আশঙ্কা নেই বললেই জানা গিয়েছে।


Comments

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।