১৩ মাস পর প্রতিবেশী লড়ি চালক সুরেন্দ্র কুমার মাহাতোর তৎপরতায় খুঁজে পেলেন ভারসাম্য হীন গান্ধী...



বীরভূমে পাওয়া গেলো বার্ণপুরের মনবারিয়া এলাকার যুবক। ১৩ মাস আগে নিখোঁজ হয়েছিলেন, গান্ধী ভুঁইয়া নামে ঐ যুবক, ৮ই আগস্ট বৃহস্পতিবার সকালে প্রতিবেশীর সহায়তায় হারানো ছেলের সন্ধান পেলো সুরেন্দ্র কুমার মাহাতো নামে এক লড়িচালক। সুরেন্দ্র কুমার মাহাতোর সুত্রে জানাগেছে ১৩ মাস আগে বার্ণপুরের মনবারিয়া এলাকার এই যুবক গান্ধী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। জন্ম থেকেই মানসিক ভারসাম্য হীন। ওই যুবকের পরিবার অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি তার খোঁজ। লড়ি নিয়ে আসার সময় সাঁইথিয়ার কাছে কুনুরীতে দেখতে পান এ ছেলেটিকে ঘোরাঘুরি করতে। কাছে গিয়ে বুঝতে পারেন তাদের পাড়ার সেই নিখোঁজ হয়ে যাওয়া ছেলেটাই। ফোনে পরিবারকে খবর দেন। এরপর ঐ যুবককে উদ্ধার করে লরিতে চাপিয়ে নিয়ে আসেন মহঃবাজার প্যাটেল নগরে। ঐ যুবককে খাওয়া দাওয়া করিয়ে লরিতে চাপিয়ে পৌঁছে দেবেন পরিবারের সদস্যদের কাছে।



দীপক কুমারের রিপোর্ট প্যাটেল নগর।

কন্ঠে:- শুভজিৎ রুজ

Comments

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।