বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠিত করা হল মহঃবাজার প্যাটেল নগর কৃষি বাজ...





আদিবাসী জনগনের মানবাধিকার ও সাংবিধানিক স্বীকৃতি দাবিতে সন ১৯৯৪ থেকেই প্রতি বছরের ৯ই আগস্টে আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়ে আসছে। মাননীয়া মুখ্যমন্ত্রী 

মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও আদিবাসী উন্নয়নের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন। এবং আজ ১০ই আগস্ট ২০২০ সোমবার বীরভূমের মহঃবাজার প্যাটেল নগর কৃষি বাজার প্রাঙ্গণে। আয়োজিত করা হল বিশ্ব আদিবাসী অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাননীয় কৃষি মন্ত্রী আশীষ ব্যানার্জী, জেলা শাসক মাননীয়া মৌমিতা গোদারা, বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল। এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা ও মাননীয় ও মাননীয়া কর্ম দক্ষগন।



বীরভূম জেলার রিপোর্ট প্যাটেল নগর।

কণ্ঠে- শুভজিৎ রুজ।

Comments

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।