ময়ূরাক্ষী নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয় তিন যুবকের।


বীরভূমের মহঃবাজার আঙ্গার গড়িয়া অঞ্চলে তিন যুবক নদীতে স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে মৃত্যু ঘটে।
সুত্রে জানাগেছে মৃত দুই জন রহিত শর্মা ও রাহুল শর্মা বাড়ি মল্লার পুর এবং একজন রহোন শর্মার বাড়ি আঙ্গার গড়িয়া। রহিত শর্মা ও রাহুল শর্মা তাদের আত্মীয় বাড়ি এসেছিলেন। তার পর ময়ূরাক্ষী নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয় তিন যুবকের। সোমবার দুপুর বেলায় এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। ঘটনাস্থলে খবর পেয়ে গ্রামের লোকজন ছুটে আসেন তাদের সাহায্য করতে ও পৌঁছায় মহঃবাজার থানার পুলিশ। 









তৎপরতার সাথে ওই তিনজনকে নদী থেকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব নি। ওই তিন যুবকে প্রথমে মহঃবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।




পরে সেখান থেকে নিয়ে আসা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ময়নাতদন্তের পর মৃত দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

বীরভূম জেলার রিপোর্ট আঙ্গার গড়িয়া।

কণ্ঠে - সুরজিৎ রুজ।

Comments

Post a Comment

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।