ভাইরাল ১১৭৬ হরে কৃষ্ণ,এই অ্যাঞ্জেল নাম্বারের পিছনে কি কারণ?

ভাইরাল ১১৭৬ হরে কৃষ্ণ,এই অ্যাঞ্জেল নাম্বারের পিছনে কি কারণ?

 দীপক কুমার দাস। সিউড়ি:-

কয়েকদিন ধরেন ফেসবুকের ওয়ালে লক্ষ্য করা যাচ্ছে একটি শব্দ ১১৭৬হরেকৃষ্ণ।বলা হচ্ছে এই নাম্বার পোষ্ট করলে নাকি মিলবে সুসংবাদ।আর তাতেই নেটিজেনরা গা ভাসাচ্ছেন নাম্বারটির কারণ বুঝে অথবা না বুঝে।দেখা যাক" ১১৭৬হরেকৃষ্ণ কি? হরেকৃষ্ণ মন্ত্র হল ১১৭৬শব্দের একটি মহামন্ত্র যা রঘুনন্দন ভট্টাচার্য রচিত কলিসন্তরণ উপনিষদে বর্ণিত।১৬শো শতাব্দীতে  চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলনে এই শব্দটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গীতাতে  উল্লেখ আছে হরেকৃষ্ণের আগে ১১৭৬ এর নাম্বারটি উচ্চারণ করলে মনোবাসনা পূর্ণ হয়।১১৭৬এর অ্যাঞ্জেল নাম্বারের মধ্যে আছে ১সংখ্যাটি,যা ভিন্ন কম্পণ তৈরি করে।৭সংখ্যাটি ভিতরের শক্তিকে জাগরিত করে।আর ৬আমাদের কর্তব্য ঞ্জানকে মনে করিয়ে দেয়। কিছুদিন আগে জনৈক এক ব্যাক্তি এই শব্দটি ফেসবুকে পোষ্ট করেন এবং জানান এই শব্দটি ফেসবুকে যত বেশি পোষ্ট করা যাবে তত বেশি সুসংবাদ মিলবে।এরপর থেকেই ভাইরাল হতে থাকে এই শব্দটি।সুখী জীবনের আশায় তাই অনেকেই মেতেছেন এই শব্দের মোহমায়ায়।সুখী জীবন কিংবা সুসংবাদ মিলবে কিনা তা সময়ই বলবে।সত্য অসত্যের বেড়াজালে নেটিজেনরা আপাতত মগ্ন ১১৭৬হরেকৃষ্ণেই।

Comments

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।