পাথর বালি ব্যবসায়ী টুলু মন্ডল, ইডির হানা তে দেখা মেলেনি তাঁর।


পাথর বালি ব্যবসায়ী টুলু মন্ডল ইডির হানা তে দেখা মেলেনি তাঁর।

সিউড়িতে টুলু মন্ডলের সুভাষপল্লী,সাজানো পল্লী,পাইকপাড়ার বাড়িতে ইডির তল্লাশি। পাশাপাশি মহঃ বাজারের ডেউচায় টুলু মন্ডলের পেট্রোল পাম্প,ইরিগেশন মোড়ের অফিসে ইডি হানা। এছাড়া আরো তিন জায়গায় তল্লাশির জন্য ইডি অভিযান চালিয়েছেন।

আজ সকাল থেকেই চলল ইডি আধিকারিকদের তল্লাশি। তালা মিস্ত্রি কে নিয়ে আসা হয় এবং তালা ভেঙে এই বাড়িতে ঢুকেছিল ইডি আধিকারিকরা। গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে সূত্রে খবর। এবং আরো আধিকারিকের পর আধিকারিক হাজির হয়েছিলেন কিছুক্ষণ আগে। প্রায় সাড়ে দশ ঘণ্টা ধরে তল্লাশি চলার পর। টুলু মন্ডলের সুভাষপল্লীর বাড়ি থেকে বের হয়েছেন ইডির আধিকারিকরা।

Comments

Popular posts from this blog

জলের তোরে ভেসে গেলো দ্বারকা নদীর উপরের রাস্তা

পলাশ বাসিনি মন্দির, ফুল্লাইপুর বীরভূম ।

শ্রাবন মাসের শেষ সোমবার জল ঢালতে শিব ভক্তদের দল।